রিমান্ড শেষে কারাগারে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ সোমবার আসামি টিপু মুনশিকে কারাগারে আটক রাখার আবেদন করেন উপ-পরিদর্শক মো. রেজাউল আলম। এসময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ৪ দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামের (৩১) এক যুবককে গুলি করে হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার এই আদেশ দেন। 

এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে আট দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তার চার দিনের রিমান্ডের আদেশ দেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার রাতে র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ন ম ইমরান খান মুঠোফোনে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যাকাণ্ডের মামলায় টিপু মুনশিকে গুলশান-১ এর একটি বাসা থেকে রাত ১টা ১০ মিনিটে গ্রেপ্তার করা হয়েছে।

উন্নয়ন চাইলে লাঙ্গলে নয়, নৌকায় ভোট দিতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সারা দেশে ৩০০ আসনের মধ্যে জাতীয় পার্টির মাত্র ২৬টি, এরমধ্যে কয়টিতে জিতবে সেটাও নিশ্চিত নয়। দেশ চালাবেন শেখ হাসিনা, তিনি দেশের প্রধানমন্ত্রী, কাজেই উন্নয়ন চাইলে লাঙ্গলে নয়, নৌকায় ভোট দিতে হবে। তা নাহলে উন্নয়ন বঞ্চিত হতে হবে।’

আওয়ামী লীগ মনোনীত রংপুর-৫ আসনের প্রার্থী টিপু মুনশি আজ সোমবার বিকেলে রংপুরের হারাগাছে দরদী বাজারে বিড়ি শ্রমিকদের নিয়ে এক উঠোন বৈঠকে এসব কথা বলেন।

রমজানে বাজার নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজান মাসে খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ঠিক রাখার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ এবং সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

আ.লীগের নির্বাচনি ইশতেহারে অগ্রাধিকার পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে অংশ নিতে জোরেসোরে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরই মধ্যে দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করেছে তারা। আগামীকাল রোববার (২৬ নভেম্বর) ঘোষণা করা হবে মনোনয়নপ্রাপ্তদের নাম। পাশাপাশি ৩০০ আসনে মনোনয়ন দেবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। দল থেকে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে তারা। এ ছাড়া, ওয়ার্কাস পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশ কল্যাণ পার্টি, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনসহ (বিএনএম) বেশ কিছু দলও নির্বাচনে লড়তে নিচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি। দলীয় ইশতেহার কেমন হবে, তা নিয়েও ভেবেছে দলগুলো। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগের নির

ডিম-চিনি-পেঁয়াজ-মাংসের দাম নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী

দেশে নানা সময়ে আলোচনায় এসেছে ডিম, চিনি, পেঁয়াজ ও গরুর মাংসের দাম। সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের পাশাপাশি এসবের দাম কমছে না বলে দাবি করেছেন অনেকে। সরকারের পক্ষ থেকেও অসাদু ব্যবসায়ীদের চিহ্নিত করতে মাঠে নামে ভোক্তা অধিকার ও ভ্রাম্যমাণ আদালত। সাধারণ জনগণের হাতের নাগালে রাখতে ডিম ও পেঁয়াজ আমদানি, চিনির শুল্ক হ্রাস করা হয়। তারপরও ক্রেতাদের অভিযোগ, দাম কমেনি আশানরূপ। অবশেষে গণমাধ্যমের প্রশ্নে এসব বিষয়ে কথা বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। যদিও তিনি বলেছেন, সরকার বা সিন্ডিকেট শক্তিশালী নয়, জনগণের সিন্ডিকেট সবচেয়ে শক্তিশালী।

আমদানি করলে ৪০০ টাকায় গরুর মাংস খাওয়ানো সম্ভব : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি করলে দেশের মানুষকে ৪০০ থেকে ৪৫০ টাকায় গরুর মাংস খাওয়ানো সম্ভব। কিন্তু, আমরা সব সময় দেশের খামারিদের কথা ভেবেছি যে, তারা স্বয়ংসম্পূর্ণ হোক। স্থানীয় খামারিদের স্বার্থ বিবেচনায় মাংস আমদানির পরিকল্পনা সরকারের নেই।

রপ্তানি বাড়াতে লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও রপ্তানি আয় বাড়াতে লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে হবে। লাল ‘ফিতার দৌরাত্ম্য’ এই শব্দ দুটি ভুলে যেতে হবে।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবি আয়োজিত ‘রপ্তানি উন্নয়ন ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অসাধু চক্রের রাজনৈতিক পরিচয় যা-ই হোক ছাড় নয় : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি নিয়ে ভীষণ দুঃসময় পার করতে হচ্ছে। এর মধ্যেই বাড়তি সুবিধা নিচ্ছে অসাধু চক্র। তাদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগে পিডব্লিউডি কলোনি অডিটোরিয়ামে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

Pages