বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা চার্লস

খুব শিগগিরই ভারতীয় উপমহাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এর মধ্য দিয়ে ক্যানসার থেকে তিনি সেরে উঠেছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী পত্রিকা ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তিনি সরকারি সফরে গিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর আরও জানায়, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণে জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

জাপান সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক সরকারি সফরে আজ সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সফরে চীনের নৌবাহিনীর দুটি জাহাজ

চারদিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে চীনের নৌবাহিনীর জাহাজ ‘চি জি গুয়াং’ এবং ‘জিং গ্যাং শান’। চি জি গুয়াং আজ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আসাদুজ্জামান জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। 

জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রতিনিধিসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রে গেলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী

যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে গেছেন দর্শকপ্রিয় চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জে এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছেন।

উত্তর আমেরিকায় এনটিভির সম্প্রচার পার্টনার সাউন্ডভিউ ব্রডকাস্টের চেয়ারম্যান সৈয়দ হোসাইন ও স্থানীয় বিএনপিনেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দুদিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় পেলেই বঙ্গবন্ধুকন্যা ছুটে যান তাঁর প্রিয় জন্মভিটা টুঙ্গিপাড়ায়। রাষ্ট্রীয় সফরের বাইরেও ব্যক্তিগত সফরে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়সহ নানা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের সাথে আনন্দঘন সময় কাটান।

আগামীকাল শুক্রবার (৫ জুলাই) দুই দিনের ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দলীয় প্রধানের আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার নেতা-কর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুরে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুদিনের সরকারি সফর শেষে আজ শনিবার (২২ জুন) রাতে দেশে ফিরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তিনি শুক্রবার অপরাহ্নে দিল্লি যান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে এবং ফ্লাইটটি রাত ৮ টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। আজ শুক্রবার (২১ জুন) ভারতের রাজধানী দিল্লির হোটেল তাজ প্যালেসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময়  পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে পৌঁছানোর পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ও বিশ্বস্ত প্রতিবেশী। এই সফর দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও জোরদার করবে।’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।

দুদিনের সফরে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন। আজ শুক্রবার (২১ জুন) বিকেলে তিনি সেখানে পৌঁছান। এ সময় ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বিমান বন্দরে শেখ তাকে অভ্যর্থনা জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (স্থানীয় সময়) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ফ্লাইটটি দুপুর ২টা ৩ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

পিয়ংইয়ং পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

চলতে থাকা ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে উত্তর কোরিয়া সফর শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তিধর দুই দেশের সম্পর্ক মজবুত করতে আজ বুধবার (১৯ জুন) প্রেসিডেন্ট পুতিন দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন। ক্রেমলিন এই তথ্য জানিয়েছে। খবর এএফপির।

Pages