বইমেলার সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে : জালাল আহমেদ
করোনা মহামারির কারণে এবার অমর একুশে বইমেলা গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হয়েছিল। মেলা শেষ হওয়ার কথা ২৮ ফেব্রুয়ারি। সময়সীমা বাড়ানো নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বইমেলা কমিটির পক্ষ থেকে সময় বাড়ানোর একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।
আজ শুক্রবার বিকেলে এমন তথ্য জানিয়ে অমর একুশে বইমেলা-২০২২ কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সময় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমরা একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা আশা করছি, যেকোনো সময় বর্ধিতকরণের সিদ্ধান্ত আসতে পারে।’
এদিকে, প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আশা করছে বইমেলার সময় বাড়ানো হবে। অন্তত স্বাভাবিক সময়ের মত একমাস সময় দিলে তাঁরা তাঁদের বিগত বছরের ক্ষতি পুষিয়ে নিতে সক্ষম হবেন বলে জানিয়েছেন।
আদর্শ প্রকাশনীর কর্মকর্তা মো. শারাফাত এনটিভি অনলাইনকে বলেন, ‘মেলা এক মাস করা হলে গত বছরের লোকসান কিছুটা হলেও পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে।’