বইমেলায় আহমেদ শরীফের তৃতীয় কাব্যগ্রন্থ ‘তোমার জন্য জ্ঞানকাব্য’
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ পেল কবি আহমেদ শরীফের তৃতীয় কাব্যগ্রন্থ ‘তোমার জন্য জ্ঞানকাব্য’। বইটির কবিতায় যেমন আছে প্রেম, তেমনি আছে বর্তমান বিশ্বপরিস্থিতি, সামাজিক অস্থিরতার আবহ ও এসব নিয়ে বার্তা। কিছু কবিতায় রসবোধও খুঁজে পাবেন পাঠক।
এই বইয়ের প্রতিটা কবিতার সঙ্গে আছে পাদটীকা। কবি মনে করেন, এতে পাঠক তাঁর কবিতা পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
সব মিলিয়ে অন্যরকম এক কাব্যগ্রন্থ ‘তোমার জন্য জ্ঞানকাব্য’। বইটি প্রকাশ করেছে নৃ প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সোনিয়া আক্তার।
কাব্যগ্রন্থটির মূল্য ধরা হয়েছে ২৭০ টাকা, তবে মেলায় ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে।
এ ছাড়া, দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত আহমেদ শরীফ সম্পাদিত বই ‘সুস্থ থাকার গোপন সূত্র’ ও বর্ণমালা প্রকাশনী থেকে প্রকাশিত করোনা নিয়ে ইনফরমেটিভ থ্রিলার উপন্যাস ‘রহস্য করোনা’ পাওয়া যাচ্ছে বইমেলায়।