বইমেলায় এলো ‘কবিতায় এপার ওপার’র সপ্তম সংকলন
নানা প্রতিকূলতার মাঝেও প্রকাশ হয়েছে ‘কবিতায় এপার ওপার’-এর সপ্তম সংকলন ‘কবিতায় এপার ওপার-৭’। বইটি এবার উৎসর্গ করা হয়েছে স্বেচ্ছায় রক্তদানকারীদের প্রতি।
এ বিষয়ে বইটির সম্পাদক সাদেক সরওয়ার বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আমার ছোটভাইকে দেখি দিন নেই, রাত নেই, যখনই কারও রক্তের প্রয়োজন, তখনই সে ছুটে যাচ্ছে স্বেচ্ছায় রক্তদান করতে। কিংবা অন্য কোনো জায়গা থেকে ব্লাড ডোনার ম্যানেজ করে তার গাড়িতে করে হাসপাতালে ছুটতে। এতে করে যে কত মানুষের জীবন বেঁচে যাচ্ছে, কত মানুষ উপকৃত হচ্ছে, সেটা ভেবেই আমার মনে আলোড়ন তৈরি হয়। আমার ছোট ভাইয়ের মতো অনেকেই আছেন, যাঁরা নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে এই মহৎ কাজটি করে যাচ্ছেন। ওনাদের ত্যাগের কথা ভেবেই আমার এই ছোট্ট নিবেদন।’
স্বাধীনতার ৫১ বছরকে সামনে রেখে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সর্বমোট ৫১ জন কবির কবিতা নিয়ে প্রকাশ হয়েছে দুই বাংলার পাঠকপ্রিয় এ কাব্য সংকলন। প্রতিবারের ন্যায় এবারের সংকলনটিতেও রয়েছে ভিন্নতা ও নতুনত্ব।
সাদেক সরওয়ার বিশ্বাস করেন, তরুণদের মাধ্যমে সাহিত্যে নতুন দিগন্তের সূচনা হবে, বাংলা কবিতা পাবে নতুন প্রাণ। আর সেই পথে ‘কবিতায় এপার ওপার’ যদি এতটুকু হলেও অবদান রাখতে পারে তবে ‘কবিতায় এপার ওপার’ পরিবার ধন্য অনুভব করবে।
‘কবিতায় এপার ওপার-৭’-এর ভূমিকা লিখেছেন যথাক্রমে বাংলাদেশ থেকে পাঠকপ্রিয় লেখক সাদাত হোসাইন ও পশ্চিমবঙ্গ থেকে কবি রুদ্র গোস্বামী। বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন উদীয়মান প্রচ্ছদশিল্পী আহমেদ করিম।
অমর একুশে বইমেলায় অনিন্দ্য প্রকাশের ২৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি।