বইমেলায় মাটিতে বসে নিজের বইয়ের প্রচারণায় লেখক
অমর একুশে বইমেলার আজ দশম দিন। এদিন ছিল বইপ্রেমীদের ভিড়। তবে সব ছাড়িয়ে এক লেখকের মাটিতে বই নিয়ে বসে থাকা সবার নজর কেড়েছে। মেলা প্রাঙ্গণে অনন্যা প্রকাশনীর ঠিক সামনের দিকে মাটিতে বসে নিজের লেখা বইয়ের প্রচারণা চালাচ্ছেন লেখক রবিউল আলম।
রবিউল তাঁর লেখা ‘আমার দেখা রায়েরবাজার বধ্যভূমি এবং শহীদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা একটি বটগাছ’ বইটি আজ বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণে নিয়ে এসেছেন। নিজেই বই নিয়ে মাটিতে বসে বইগুলো বিক্রির জন্য প্রচারণা করছেন। বইপ্রেমীদের বইটি সম্পর্কে জানাচ্ছেন।
রবিউল আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি কোনো বড় লেখক নই, লেখক হিসেবে আমার পরিচিতি নেই। আমি একজন রিকশাচালক ছিলাম, বাদামওয়ালা ছিলাম। কিন্তু রায়েরবাজার বধ্যভূমির একজন জীবিত সাক্ষী আমি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রায়েরবাজারে অনেক লাশ দেখেছিলাম। এ কথাগুলো বইটিতে নিয়ে এসেছি। বই নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরছি। যে যা পারছে তাই দিয়ে সহযোগিতা করছে। কারও টাকা না থাকলে বিনামূল্যে দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হলো রায়েরবাজার বধ্যভূমির এই বটগাছটি যাতে সংরক্ষণ করা হয়; এজন্য আমি দ্বারে দ্বারে ঘুরছি। নিজ খরচে আমি এই বইটি বের করেছি। বর্তমানে আমি লেখালেখি নিয়ে আছি।’