বইমেলায় রণজিৎ সরকারের গল্পের বই ‘আত্মরতি’
এবারের একুশে বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের গল্পের বই প্রকাশ হয়েছে। বইটি ২০টি গল্প রয়েছে। টাঙ্গন প্রকাশন থেকে বইটি প্রকাশ হয়েছে। বইটি পাওয়া মেলায় পাওয়া যাবে টাঙ্গনের ৩২১ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
আত্মরতি বইটির গল্পগুলো সম্পর্কে রণজিৎ সরকার বলেন- ‘আত্মরতি গল্পগ্রন্থের প্রতিটি গল্পই ভিন্ন, মানুষের কোমল হৃদয়কে কোনো না কোনোভাবে নাড়িয়ে যাবে। মনস্তাত্ত্বিক অপরাধবোধ, মনোজাগতিক দ্বন্দ্ব, দাম্পত্য জীবন, প্রেম, মান-অভিমান, ক্ষমতার মোহ, নানা সম্পর্কের দ্বন্দ্ব, করোনাকালে মৃত্যুভয়ের বেদনাদায়ক চিত্র এবং মানুষের নানা অপূর্ণতা গল্পের চরিত্রে ফুটে উঠেছে। চরিত্রগুলো গল্পের হলেও আমাদের চারপাশে তাদের অবস্থান। চোখ মেললেই দেখতে পাওয়া যায়।’
রণজিৎ সরকার পেশায় একজন সাংবাদিক। একটি জাতীয় দৈনিকে সম্পাদকীয় বিভাগে কর্মরত আছেন। তিনি নিয়মিত গল্প ও উপন্যাস লিখছেন। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা গল্প ও উপন্যাস সবমিলিয়ে ৬০টি। রণজিৎ সরকার কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০২০) পেয়েছেন।