বইমেলায় রহমান মুফিজের নতুন কবিতার বই
এবারের বইমেলায় প্রকাশ হয়েছে কবি রহমান মুফিজের নতুন কবিতার বই ‘খুনের কলাকৌশল’। তাঁর কবিতায় বর্তমান সময় ও হৃদয়ের অন্তঃশীল ক্ষত উঠে এসেছে মূর্ত-বিমূর্ত শরীর নিয়ে। সাম্প্রতিক লেখা কবির ‘মুখোমুখি’ সিরিজের ১৪টি কবিতাসহ ৩৮টি কবিতা স্থান পেয়েছে বইটিতে। প্রকাশনা সংস্থা ‘আনন্দম’ বইটি প্রকাশ করেছে।
গত বইমেলায় অনার্য পাবলিকেশন্স থেকে প্রকাশিত কবির চতুর্থ কাব্যগ্রন্থ ‘মাউথ অর্গান যেভাবে বাজে’ সমাদৃত হয় পাঠকমহলে। এর আগে বেহুলাবাংলা থেকে প্রকাশিত ‘রহমান বাড়ি যাও’ কাব্যগ্রন্থটিও পাঠকপ্রিয়তা পায়।
অস্থির-অনামী কালের বিপন্ন ভাবনা, জীবন ও পীড়নের বহুবিচিত্র বয়ান উঠে এসেছে ‘খুনের কলাকৌশল’ বইয়ের কবিতাগুলোতে। এখানে কবি গড়ে তুলেছেন এক কল্পউপত্যকা, যেখানে নিজের মুখোমুখি দাঁড়িয়েও পরিচয় খুঁজে পায় না কেউ। আর যারা পরিচয় খুঁজে পায়, তারা চলে যায় কল্পবিধ্বস্ত অন্য উপত্যকায়। চারদিকে বিকশিত ষড়যন্ত্রের ডানা, হৃদয়বৃত্তিক খুনের কলাকৌশলে সিদ্ধ সামাজিক বৃত্তের মধ্যে খাবি খাওয়া প্রেম, পাপ-পুণ্য, রাজনীতি, বিরাজনীতি, ইতিহাস ও ইতিহাসের খেদ উঠে এসেছে এ বইয়ের কবিতায়।
কবি রহমান মুফিজ যেসব উপমা ও চিত্রকল্প ব্যবহার করে কবিতা নির্মাণ করেছেন বা টানা গদ্যে উৎকীর্ণ করেছেন বিষণ্ণ ও বিক্ষুব্ধ আত্মার চিৎকার, সেসব উপমা, শব্দচিত্র ও গদ্যরীতি সমকালের চেনা পথ। পাঠক সহজেই সে পথ ভ্রমণ করে আস্বাদন করতে পারেন নতুন কবিতার রস। বইমেলার ১৯১ নম্বর স্টল আনন্দম-এ পাওয়া যাচ্ছে বইটি।