বইমেলায় স্বপন নাথের বই ‘বঙ্গবন্ধু : লেখক ও মানবসত্তা’
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা স্বপন নাথের বই ‘বঙ্গবন্ধু : লেখক ও মানবসত্তা’। বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স। এছাড়াও লেখকের আরও দুটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। বই দুটি হলো মালয়েশিয়ার ভ্রমণকাহিনী নিয়ে ‘মালয়েশিয়া ভ্রমণ : সামান্য দেখা’ এবং ‘মুক্তি বনাম বন্ধন : নির্বাচিত কবিতা-মহামায়া চৌধুরী’। বই দুটি প্রকাশ করেছে যথাক্রমে অনার্য পাবলিকেশন্স ও অগ্রদূত প্রকাশনী।
বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইটির শিরোনামই জানান দিচ্ছে তার বৈচিত্র্যের কথা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস অভিন্ন। সংগ্রামমুখর জীবনের পরিধিতে জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা তিনি। এত ব্যস্ততা, বিচ্ছিন্নতার মধ্যেও বঙ্গবন্ধু অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের সারাংশ লিখেছেন তিনটি গ্রন্থে-‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’।
এগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি এদেশের বাস্তবতা ও ইতিহাসের ঘটনাবলি। একইসঙ্গে পেয়ে যাই আন্তর্জাতিক উপকরণ। এসব গ্রন্থে উদ্ভাসিত হয়েছে তাঁর স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, নেতৃত্বের গুণাবলি, সাংগঠনিক দক্ষতা, অসাম্প্রদায়িক ও মানবিক ব্যক্তির রূপরেখা। লেখক স্বপন নাথ আবিষ্কারের চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর অনন্যসাধারণ লেখকসত্তা ও ব্যক্তি। বাঙালির গৌরব শুধু স্বাধীন দেশের জন্য নয়, তুলনারহিত বঙ্গবন্ধুর জন্যও। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে বস্তুত এই গ্রন্থটি ইতিহাস ও রাজনীতি সচেতন পাঠকদের পৌছে দেবে একটি নতুন জিজ্ঞাসায়।
এছাড়া লেখকের প্রকাশিত গ্রন্থগুলো হলো- [প্রবন্ধ] ‘চিন্তা ও জগৎ : সাহিত্য সংস্কৃতি’ (প্রবাস প্রকাশনী), ‘কবিতার নন্দনবিশ্ব’, (অনিন্দ্য প্রকাশ), ‘কথার বুনন’ (জিনিয়াস পাবলিকেশন্স), ‘ছিন্ন কথামালা’ (জিনিয়াস পাবলিকেশন্স), ‘দুঃসময়ের নথি’ (প্রাচ্য প্রকাশন), [কবিতা] ‘রৌদ্র ও বৃষ্টিতে মায়াহরিণ’ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ), ‘জলৌকা চোখের চাতাল), ‘নির্জন বিচালির ডানা’ (কবি প্রকাশনী), ‘নখের আউঠা’ (উৎস প্রকাশন), ‘নানকার ধানবীজ’ (উৎস প্রকাশন), ‘একলব্যের ছিন্ন আঙুল’ (নাগরী), ‘সংশয়ের বসতি’ (নাগরী), ‘গ্রাম বজ্রযোগিনী’ (জিনিয়াস পাবলিকেশন্স), ‘প্রেমের আন্তর্জালে’ (জিনিয়াস পাবলিকেশন্স), ‘বারণঘেরা স-সে-মি-রা’ (হাওলাদার প্রকাশনী) এবং [সম্পাদনা] অধ্যাপক মো. আবদুল খালিক সম্মাননাগ্রন্থ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ)।