বই মেলায় ড. আবদুর রহিমের "পূর্ব বাংলার আর্থ-সামাজিক জীবন ও মুক্তিযুদ্ধ"
অমর একুশে বই মেলায় পাওয়া যাচ্ছে অধ্যাপক ড.আবদুর রহিমের বই “পূর্ব বাংলার আর্থ-সামাজিক জীবন ও মুক্তিযুদ্ধ ১৯৪৭-১৯৭১”। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি।
পূর্ব বাংলার আর্থ-সামাজিক জীবন ও মুক্তিযুদ্ধ:১৯৪৭-১৯৭১ বইয়ের মুখবন্ধ লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. আখতারুজ্জামান। বইটির মূল্য ৩৫০ টাকা এবং এর পৃষ্ঠা সংখ্যা ২৯৮। বইটি সংগ্রহ করা যাবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৭৬৪ ও ৭৬৫ নং স্টল থেকে।
ড. আব্দুর রহিম বইটিতে ১৯৪৭ সালের দেশ ভাগ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত আলোচনা করেছেন। বিশেষ করে, পূর্ববাংলার তৎকালীন আর্থ-সামাজিক অবস্থার তুলে ধরতে গিয়ে লেখক বইটিতে প্রাসঙ্গিক পুরোনো ইতিহাস টেনে এনেছেন।
বইটির অনুসন্ধানের মূল বিষয় ছিলো পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব বাংলার বিরোধের কারণ রাজনৈতিক মতপার্থক্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক ভিন্নতা, পৃথক নৃতাত্ত্বিক পরিচয় নাকি, এসব কিছুর সমন্বয়। গভীরভাবে খেয়াল করলে দেখা যায় যে, রাজনৈতিক ইতিহাস নিয়ে বিভিন্ন পর্যায়ে বিশ্লেষণ করা হয়েছে কিন্তু রাজনৈতিক ঘটনাবলিকে পরিচালিত করার পেছনে যে সামাজিক ও সাংস্কৃতিক শক্তির একটা ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব রয়েছে সে বিষয়ে খুব কমই গবেষণা হয়েছে। সুতরাং পূর্ববাংলার মুক্তিযুদ্ধের সামগ্রিক পটভূমির সম্যক ধারণা পেতে অবশ্যই আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক জীবন নির্মোহভাবে অধ্যয়ন করা প্রয়োজন। অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ করে গ্রন্থটির সুবিন্যস্ততার পরিচয় পাওয়া যায়।
এতে পাঠক গ্রন্থটির নির্যাস সহজেই আহরণ করতে পারবেন। ড. আব্দুর রহিম ভূমিকা ও উপসংহারসহ গ্রন্থটিকে মোট আটটি অধ্যায়ে বিন্যস্ত করেছেন। প্রাথমিক ও দ্বৈতীয়িক উৎসসমূহ থেকে তথ্য সংগ্রহ করায় গ্রন্থটির গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন তথ্যবহুল সারণির ব্যবহার গ্রন্থটিকে অনন্য মর্যাদা দান করেছে।
ড. আবদুর রহিম বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সেক্রেটারি। তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আবদুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করেন। আবদুর রহিম বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন। ড. আবদুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বর্তমানে ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।
বই প্রকাশের অনুভূতি সম্পর্কে ড. আব্দুর রহিম বলেন, 'বইটি আমার দীর্ঘদিনের সাধনার ফসল। এই বইতে আমি মুক্তিযুদ্ধ সম্পর্কিত অনেক অজানা তথ্য যুক্ত করার চেষ্টা করেছি, যাতে পাঠকমহল সঠিক রস আস্বাদন করতে পারেন। এই বইতে পূর্ব পাকিস্তান শব্দের বদলে পূর্ববাংলা শব্দ ব্যবহার করার বিশদ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। আমি মনে করি, এটি দীর্ঘদিনের মতবিরোধ নিরসনে অবদান রাখবে। তাছাড়া, এতদবিষয়ে অনুসন্ধান করার জন্য ভবিষ্যৎ গবেষকদের জন্যও এটি পথ নির্দেশকের কাজ করবে।'