যশোরে ৪ দিনব্যাপী ছবি প্রদর্শনীতে অকালপ্রয়াত চিত্রশিল্পী সোহেল প্রাণনকে স্মরণ
যশোরে শুরু হয়েছে চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী ‘মৈত্রী চিত্রভাস’। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শহরের প্রাচ্যসংঘে এ প্রদর্শনী উদ্বোধন করেন অকালপ্রয়াত চিত্রশিল্পী সোহেল প্রাণনের মা সালেহা বেগম। সোহেল প্রাণনের নামে উৎসর্গ করা চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণ করা হয় তাঁকে।
জানা গেছে, সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। চার দিনের এ প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮০ জন শিল্পী অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর মূল আয়োজক কলকাতার সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের যুগ্ম সম্পাদক ড. শান্তনু সেনগুপ্ত বলেন, ‘প্রদর্শনীতে ভারতের ৬০ জন ও বাংলাদেশের ২০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পাচ্ছে।’
এক প্রশ্নের জবাবে ড. শান্তনু বলেন, ‘এটি সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের তৃতীয় আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী। এ আয়োজনে প্রাচ্যসংঘ যশোর সর্বাত্মক সহযোগিতা করছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, ইউল্যাবের অধ্যাপক শিল্পী এ এফ এম শিপু মনিরুজ্জামানসহ, সংগঠনটি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।