রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘খালিদ: ব্লাড. ওয়ার. অনার’
প্রকাশিত হয়েছে বর্তমান সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিক রবিউল করিম মৃদুলের নতুন উপন্যাস ‘খালিদ: ব্লাড. ওয়ার. অনার’। মহাবীর খালিদ বিন ওয়ালিদের জীবনীভিত্তিক ইতিহাস আশ্রিত এ উপন্যাস প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। ৪২৪ পৃষ্ঠার এ বইটির মলাট মূল্য ৮৫০ টাকা। বইমেলার প্রথম দিনে থেকেই পাওয়া যাবে নালন্দা প্রকাশনীর ৫ নং প্যাভিলিয়নে।
অমর একুশে বইমেলায় পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন নালন্দার ৫ নং প্যাভিলিয়ন থেকে। এছাড়া রকমারি, ওয়াফি লাইফ, বইফেরী, বুকলিসহ বিভিন্ন অনলাইন বুকশপে অর্ডার করে ঘরে বসেই বইটা পেতে পারেন পাঠক।
খালিদসহ উপন্যাস, গল্প, কবিতা মিলিয়ে মৃদুলের প্রকাশিত বইয়ের সংখ্যা ১১। এর আগে মৃদুল মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জলপাই রঙের কোট’ এবং ৭৪ এর দুর্ভিক্ষের প্রেক্ষাপটে উপন্যাস ‘ঘানি’, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক রাজনীতির প্রেক্ষাপটে ‘হত্যার শিল্পকলা’ লিখে পাঠকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। মৃদুলের প্রকাশিত অন্যান্য বইগুলোর মধ্যে উপন্যাস ‘ফুলন’, ‘এখানে আকাশ নীল’, ‘শুভ্র কুসুম কৃষ্ণ কুসুম’, গল্পগ্রন্থ- ‘নিষিদ্ধ গোলাব’, ‘রকস্টার’ এবং কবিতার বই ‘তোমার পায়ের নখে এত চাঁদ কেন’ অন্যতম।