‘শেখ হাসিনার সৃষ্টিশীলতা’ শীর্ষক সেমিনার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি আগামীকাল (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘শেখ হাসিনার সৃষ্টিশীলতা’ শীর্ষক সেমিনার ও তিন দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনীর আয়োজন করেছে।
আজ সোমবার বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক সমীর কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রধান অতিথির বক্তব্য দেবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রবন্ধ উপস্থাপন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. রাশিদ আসকারী। আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।
এ আয়োজনের দ্বিতীয় ভাগে রয়েছে আবৃত্তি ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম।
এ ছাড়া ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর (মঙ্গল-বৃহস্পতিবার) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের তিন দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।