‘পাঠকের সঙ্গে এক মাস মুখোমুখি হব বলেই ১১ মাস কষ্ট করি’
জমে উঠেছে অমর একুশে গ্রন্থমেলা। গ্রন্থানুরাগীরা মুখর করে তুলেছে মেলা প্রাঙ্গণ। মেলার বই নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম রনি।
প্রশ্ন : এবার কতগুলো বই প্রকাশ করছেন?
এ কে এম তারিকুল ইসলাম রনি : ৭৫ টি বই প্রকাশ করব। এর মধ্যে ৫০ টি নতুন বই মেলার প্রথম দিন থেকে আমাদের প্রকাশনায় পাওয়া যাচ্ছে। মেলার শুরু থেকেই পাঠকের ভালো সাড়া পাচ্ছি আমরা। আসলে পাঠকের সঙ্গে এক মাস মুখোমুখি হব বলেই আমরা ১১ মাস কষ্ট করি ।
প্রশ্ন : আপনার প্রকাশনা থেকে পাঠক উল্লেখযোগ্য কোন কোন লেখকের বই পাবেন?
এ কে এম তারিকুল ইসলাম রনি : মোহাম্মদ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশনসহ আরও দুটো নতুন শিশুতোষ বই রয়েছে। গুলতেকিন খানের কবিতার বই এবং আহসান হাবীবের কিশোর উপন্যাস রয়েছে। এ ছাড়া বেলাল মাহমুদ রোহিঙ্গাদের নিয়ে লেখা উপন্যাস পাবে পাঠক। সিপাহী বিপ্লবের উপর লেখা বইও আমাদের এখানে পাওয়া যাবে।
প্রশ্ন : আপনি তো অনেক তারকার বইও প্রকাশ করেছেন। এ বিষয়ে বলুন।
এ কে এম তারিকুল ইসলাম রনি : তারকা হিসেবে নয় লেখক হিসেবে তাঁদের বই করেছি। তারকারা এত কর্মব্যস্ততার মধ্যে বই লিখেছেন, এটা অনেক বড় ব্যাপার। ভাবনা, শানু ও পুতুলকে অভিনন্দন। তাঁদের বই প্রকাশ করে আমি আনন্দিত।
প্রশ্ন : বইমেলার পরিবেশ নিয়ে আপনি সন্তুষ্ট?
এ কে এম তারিকুল ইসলাম রনি : মেলা ঢেলে সাজানো হয়েছে। নামাজের আলাদা জায়গা রয়েছে। খাওয়ার জায়গা ও শিশু চত্বর রয়েছে। প্রতিটা স্টলের সামনে পর্যাপ্ত জায়গা রয়েছে যাতে মানুষ হাঁটাচলা করতে পারেন। পাঠকের বসার জায়গা রয়েছে। আমি মনে করি, মেলা নয়, এটা বাংলাদেশের বড় উৎসব, বই উৎসব।