ঘোরের মধ্যে উপন্যাস লিখেছি : শানু
চলছে অমর একুশে গ্রন্থমেলা। মেলায় অভিনেত্রী শানারেই দেবী শানুর দুটি বই প্রকাশ পেয়েছে। বই প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে আজ কথা বলেছেন এই অভিনেত্রী।
প্রশ্ন : বইমেলায় এসে কেমন লাগছে?
শানারেই দেবী শানু : এবারের বইমেলায় আজই প্রথম আসলাম। আসার আগে থেকে আমি উচ্ছ্বসিত ছিলাম। মনে মনে ভাবছিলাম কখন আমার পদধূলি মেলা প্রাঙ্গণে পরবে। আমার সঙ্গে আমার ছেলেও এসেছে।
প্রশ্ন : এবার প্রথম আপনি উপন্যাস এবং একটি শিশুতোষ বই লিখেছেন। এ বিষয়ে জানতে চাই।
শানারেই দেবী শানু : ঘোরের মধ্যে আমি উপন্যাস লিখেছি। এর আগে আমার লেখা সব কবিতার বই ছিল। ‘একলা আকাশ’ রোমান্টিক একটি উপন্যাস। এই উপন্যাসে ভালোবাসার ঘ্রাণ রয়েছে। যাঁদের প্রেমের গল্প পড়তে ভালো লাগে তাঁদের এটি ভালো লাগবে।
অন্যদিকে, ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’ আমার ড্রিম প্রোজেক্ট ছিল। আমি চাইছি, বইটি শিশু পাঠকদের কাছে পৌঁছাক। মনিপুরী সম্প্রদায়ের একটি ছোট গল্প এতে আছে। আমি চাই তরুণ প্রজন্ম এই সম্প্রদায় সম্পর্কে জানুক।
প্রশ্ন : ভবিষ্যতে কী নিয়ে লিখবেন?
শানারেই দেবী শানু : অনেক বিষয় নিয়ে লেখার পরিকল্পনা আছে। আদিবাসীদের গল্প মানুষকে জানাতে চাই।