‘নির্মলেন্দু গুণকে বই উৎসর্গ করেছি’
অমর একুশে গ্রন্থমেলায় পিরোজপুর থেকে এসেছেন মোশাররফ হুসাইন। তিনি নিজেও লেখালেখি করেন। মেলায় এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।
প্রশ্ন : কেমন লাগছে বইমেলায়?
মোশাররফ হুসাইন : খুব ভালো লাগছে। পিরোজপুর থেকে ঢাকায় এসেছি শুধু বইমেলার টানে। আমি নিজেও লেখালেখি করি।
প্রশ্ন : আপনি কী বিষয়ে লিখেন?
মোশাররফ হুসাইন : আমি কবিতা লিখি। ‘বুকের মাঝের সেই পাখিটা’ শিরোনামে আমার একটা কবিতার বইও এবার প্রকাশ হয়েছে। প্রকাশ করেছে জয়তী। বইটি আমি নির্মলেন্দু গুণকে উৎসর্গ করেছি।
প্রশ্ন : কেন?
মোশাররফ হুসাইন : কারণ নির্মলেন্দু গুণকে আমি ভালোবাসি। তাঁর কবিতা আমার পছন্দ। এ ছাড়া আমার প্রিয় কবি হলেন আল মাহমুদ ও মহাদেব সাহা। কখনো সুযোগ পেলে এই তিন কবির সঙ্গে দেখা করতাম। নির্মলেন্দু গুণকে বই উৎসর্গ করেছি কিন্তু তাঁর সাথে আমার কখনো দেখা হয়নি।
প্রশ্ন : মেলায় কার বই কিনবেন?
মোশাররফ হুসাইন : এবার মহাদেব সাহার কবিতার বই কিনব।