‘বইমেলায় এবার পথ প্রশস্ত হয়েছে’
এবার একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক তুষার আবদুল্লাহর বেশকিছু বই। এসব নিয়ে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রশ্ন : এবার কী কী বিষয়ে বই লিখেছেন?
তুষার আবদুল্লাহ : এখন পর্যন্ত চারটি বই মেলায় এসেছে। এর মধ্যে শিশুতোষ বইও লিখেছি। ‘স্কুল ভ্যান’ বইটি লিখেছি অভিজ্ঞতার আলোকে। আমাদের ছেলেমেয়েরা ভ্যানে করে স্কুলে যায়। তাদের স্কুল ও বাড়ির ব্যবধানে যে আনন্দ ভ্রমণ সেটাই বইয়ে তুলে আনার চেষ্টা করেছি।
প্রশ্ন : অন্যান্য বই সম্পর্কে জানতে চাই।
তুষার আবদুল্লাহ : ‘মিডিয়াবাহিত ব্যাধি’ নামে একটি বই লিখেছি। দেখেন অনেকের মধ্যে এ রকম হয় ‘সবাই উপন্যাস লিখছে, আমি কেন লিখতে পারলাম না? এটা একটা রোগ কিন্তু।’ বিভিন্ন অঙ্গনের তারকাদের সাক্ষাৎকার ভিত্তিক একটা বই লিখেছি। নাম ‘নক্ষত্রের সংলাপ’। ‘রাষ্ট্র বনাম কিশোর বিদ্রোহ’ বইটি নিরাপদ সড়ক আন্দোলনের বিভিন্ন ঘটনা নিয়ে লিখেছি। বহু আগে ‘ভাষা কন্যা’ বইটি লিখেছিলাম। এবার আরো বড় পরিসরে বইটি লিখেছি। এ ছাড়া আরো কিছু নতুন বই লিখেছি।
প্রশ্ন : মেলার পরিবেশ কেমন লাগছে?
তুষার আবদুল্লাহ : মেলায় প্রতি বছর নতুনত্ব থাকে। এবারও আছে। এবার পথ প্রশস্ত হয়েছে । সবার হাঁটাচলা করতে সুবিধা হয়েছে।