‘রাজকন্যার গল্পের বই কিনব’
অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন আজ। শুক্রবার ছুটির দিন হওয়ায় শিশু থেকে শুরু করে সব বয়সী পাঠকের ভিড় সকাল থেকেই ছিল মেলায়। এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছে চার বছরের শিশু প্রত্যুষা মজুমদার।
প্রশ্ন : কেমন আছো?
প্রত্যুষা : ভালো আছি।
প্রশ্ন : মেলায় এসে কেমন লাগছে?
প্রত্যুষা : খুব ভালো।
প্রশ্ন : কী ধরনের বই কিনবে?
প্রত্যুষা : রাজকন্যার গল্পের বই কিনব।
প্রশ্ন : আর কী ধরনের বই পড়তে ভালো লাগে?
প্রত্যুষা : ছবি আঁকার ও ছড়ার বই পড়তে ভালো লাগে।