মেলার দ্বাদশ দিনে এসেছে ৪৪টি গবেষণাগ্রন্থ
একুশে বইমেলার দ্বাদশ দিনে ৪৪টি গবেষণাগ্রন্থ, ২৭টি গল্পগ্রন্থ, ২৫টি প্রবন্ধের বইসহ এসেছে ১৪৯টি বই। এগুলোর মধ্যে দ্বিজেন শর্মার স্মৃতিকথা ‘সমাজতন্ত্রে বসবাস’ (পুনর্মুদ্রণ) ও তুষার আবদুল্লাহর ছোটগল্পের সংকলন ‘সুবোধ মুক্তি পাক’ উল্লেখযোগ্য। গবেষণাগ্রন্থের ভেতর রয়েছে ‘হবিগঞ্জের রাজনৈতিক ইতিহাস’ (১৮৭৮-১৯৪৭), ‘বৃহত্তর পাবনার নারী ব্যক্তিত্ব’, ‘বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন’ প্রভৃতি বইগুলো।
নিচে নতুন ১৪৯টি বইয়ের তালিকা দেওয়া হলো।