‘লেকের পাড়ে সবার আড্ডা ছিল জমজমাট’
ফাল্গুনের প্রথম দিনে আজ অমর একুশে গ্রন্থমেলায় ছিল উপচে পড়া ভিড়। মেলায় দর্শনার্থী বেশি ছিল তবে বই বিক্রি তুলনামূলক কম হয়েছে বলে জানান ‘ভোরের শিশির’ প্রকাশনীর বিক্রেতা শ্রাবণী। এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেন তিনি।
প্রশ্ন : আজ পয়লা ফাল্গুন। মেলায় অনেক দর্শনার্থী। কেমন হলো বিক্রি?
শ্রাবণী : যতটা আশা করেছি ততটা ভালো বিক্রি হয়নি। আমাদের স্টলতো লেকের পাশে। লেকের পাড়ে সবার আড্ডা ছিল জমজমাট। সবাই ঘুরছে , সেলফি তুলছে এবং লেকের পাড়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে।
প্রশ্ন : মেলায় পরিবেশ কেমন ছিল আজ?
শ্রাবণী : ভালো ছিল। ভিড় ছিল তবে শৃঙ্খলা ছিল। অনেক দর্শনার্থী বই না কিনলেও বইয়ের খবর নিয়েছে।
প্রশ্ন : আপনাদের প্রকাশনায় কী ধরণের বই বিক্রি হচ্ছে?
শ্রাবণী : সব ধরণের। শিশুতোষ থেকে শুরু করে ছোট গল্পের বই আর উপন্যাস ভালো বিক্রি হচ্ছে।