শনিবার প্রকাশ হয়েছে দুই শতাধিক বই
মেলার ষোলোতম দিন গতকাল শনিবার বাংলা একাডেমিতে নতুন বই জমা পড়েছে ২০৬টি। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন বই জমা পড়েছে মোট এক হাজার ৯৯৯টি। গল্প-উপন্যাস-কবিতা-প্রবন্ধ-অনুবাদ-শিশুসাহিত্য সব ধরনের বই আছে এ তালিকায়। বাংলা একাডেমির হিসাব অনুযায়ী, গত ১১ দিন পর্যন্ত সাহিত্যের বিভাগ অনুযায়ী বই জমা পড়েছে : গল্প ৩১৮টি, উপন্যাস ৩২৬টি, প্রবন্ধ ১১৯টি, কবিতা ৬০২টি, গবেষণা ২৯টি, ছড়া ৪৫টি, শিশুতোষ ৫৬টি, জীবনীগ্রন্থ ৬১টি, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ৫২টি, নাটক ১৬টি, বিজ্ঞানবিষয়ক বই ৩০টি, ভ্রমণকাহিনী ৩৩টি, ইতিহাসমূলক ৩০টি, রাজনীতিবিষয়ক ১৯টি, চিকিৎসা-সংক্রান্ত ১২টি, রম্য ১৪টি, ধর্মীয় আটটি, অনূদিত বই ১০টি, সায়েন্স ফিকশন/গোয়েন্দা ২৩টি এবং বাকি বইগুলো বেরিয়েছে অন্যান্য বিষয়ে।
চলুন দেখে নিই, ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত ২০৬টি নতুন বইয়ের তালিকা।