‘ভালো লাগে যখন দেখি শিশুরা বই পড়ে’
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কাজল শরিফের লেখা শিশুতোষ বই ‘চাঁদা মাছের সেলফি তোলা’। প্রকাশ করেছে ভোরের শিশির। বইটি প্রসঙ্গে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও লেখক কাজল শরিফ এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন।
প্রশ্ন : শিশুদের জন্য বই লেখার পেছনে আপনার বিশেষ কোনো কারণ আছে?
কাজল শরিফ : শিশুদের পড়ার আগ্রহ বাড়িয়ে তোলার জন্য মূলত বই লিখেছি। শিশুরা জানতে চায় অনেক কিছু। তাদের মনে প্রশ্ন অনেক। ‘চাঁদা মাছের সেলফি তোলা’ বইটি অনেক রঙিন। অনেক ভালো ছবি আছে। এখানে ছড়াও রেখেছি। আমার ভালো লাগে যখন দেখি শিশুরা বই পড়ে।
প্রশ্ন : বইটি থেকে শিশুরা মূলত কী শিখতে পারবে?
কাজল শরিফ : বিভিন্ন মাছ সম্পর্কে শিশুরা জানতে পারবে। অনেক শিশু খাবার টেবিলে শুধু মাছ দেখতে পায়। কিন্তু পানিতে মাছের রং কীরকম হয় সেটা তারা জানে না। পানিতে মাছ দেখলে বোঝা যায় তারাও কিছু না কিছু ভাবছে।
প্রশ্ন : বইমেলার পরিবেশ কেমন লাগছে?
কাজল শরিফ : খুব ভালো। তবে দুঃখজনক আমি বেশি সময় দিতে পারছি না। বইমেলায় যখন শিশুরা বই কিনে ছবি তোলে এই দৃশ্য দেখতে অনেক ভালো লাগে।
প্রশ্ন : নতুন কী বই লিখছেন?
কাজল শরিফ : আরো শিশুতোষ বই লেখার আছে। এ ছাড়া ভিন্ন ধাঁচের একটা গল্প লেখার চেষ্টা করছি।