নতুন বইয়ের খোঁজে ক্রেতারা
প্রায় শেষ প্রান্তে চলে এসেছে একুশে গ্রন্থমেলা। আর নতুন বইগুলোও প্রায় আসা শেষ। তাই মেলায় ক্রেতারা এসে নতুন বইয়ের খোঁজটাই বেশি করছেন, কিনে নিচ্ছেন পছন্দের বইগুলো। গতকাল শনিবার মেলার ২৩তম দিনে এসেছে ১৮৬টি নতুন ও পুনর্মুদ্রিত বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো : প্রশান্ত মৃধার ‘পাঁচটি উপন্যাস’, সুজন বড়ুয়ার ‘হার না মানা দুলাল’, আনোয়ারা সৈয়দ হকের ‘ছানা ও নানুজান’, সেলিনা হোসেনের ‘চাঁদবেনে’, মুহম্মদ নূরুল হুদার ‘হাজার নদীর দেশ’ প্রভৃতি। নিচে গতকালের নতুন বইয়ের তালিকাটি দেওয়া হলো।