ভাষা-মাসের শেষ দিনে মেলায় দেড় শতাধিক বই
বৃহস্পতিবারই হওয়ার কথা ছিল একুশের গ্রন্থমেলার শেষ দিন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে শেষের কটা দিন মেলা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়ানো হয়েছে মেলার সময়সীমা। মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
গতকাল মেঘ মাথায় নিয়েই মেলাতে এসেছে মোট ১৫৩টি বই নতুন ও পুনর্মুদ্রিত বই। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো শিবু কুমার শীলের ‘কথা যত’, হাসনাত আবদুল হাইয়ের ‘পুলিশ এলে বলবো আইডি নেই কবিতার বই দুটো ছাড়া’, আসাদ চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, মঈন চৌধুরীর ‘দর্শন বিষয়ক প্রবন্ধ সমগ্র’ প্রভৃতি। চলুন, দেখে নিউ বৃহস্পতিবারের পূর্ণাঙ্গ বইয়ের তালিকা।