জব্বার আল নাঈমের কাব্যগ্রন্থ বিরুদ্ধ প্রচ্ছদের পেখম
প্রথমেই বলে নিই কাব্যগ্রন্থের নাম ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’। এখানে মূলত তিনটি নাম একত্রিতকরণ করা হয়েছে। প্রথমত বিরুদ্ধ। একজন কবি ক্ষেত্র বিশেষে বিরুদ্ধাচরণ করে থাকে। তাই বলে পক্ষাবলম্বন নেই যে এমনটাও না। বিরুদ্ধ মানে কারো না কারো পক্ষে অবস্থান। দ্বিতীয় নামটি হলো প্রচ্ছদ। এখানে সামগ্রিক ভাবে দেশ বা বিশ্বকেই বুঝানো হয়েছে। আর পেখমকে একটা সুন্দরের প্রতীকও বলা যেতে পরে। এই নামকে অনেকেই অনেক অর্থে নিবেন বা নিতে পারেন।
বইটিতে স্থান পেয়েছে ৪৭টি কবিতা। কুয়াশার প্রতিষ্ঠান, সফরনামা ও নির্মাণ ভেঙেছি নামক তিনটি সিরিজ কবিতাও রয়েছে। সূচিপত্রের ক্রমানুসারে প্রথমে সৌরচিত্র আমাকে সেজদা দেয়, আমি রাষ্ট্রপতি বলছি, কুয়াশার প্রতিষ্ঠান, সমকামী, অপেক্ষাগুলো ছুড়ে ফেলেছি... সর্বশেষে নৈশব্দ কবিতাটি। তবে, সৃজনকর্ম নিয়ে কেউ কখনই সন্তুষ্ট নয়। আমিও সন্তুষ্ট হতে পারিনি। তারপরও বলছি- সৌরচিত্র ‘আমাকে সেজদা দেয়’ একটি আমিত্ববাদী কবিতা। এখানে আমি বলতে মূলত মানুষ। মানুষ ছাড়া সৌরজন্ম বৃথা। সে কথাই বলা হয়েছে। পরের কবিতাটি আবার অন্য ঢঙের। এর ভেতরে আমার যে ভালো লাগা কবিতা নেই এমন না। ‘সমকামী’ কবিতাটি একটা সময়ের উল্লেখ আছে- একলাইনের কবিতাটি- ‘আমেরিকা, ক্রমান্বয়ে নারী বিদ্বেষী হয়ে তোমাকে জড়িয়ে ধরব।’ কবিতা আমি আমার মতো করেই ভাবি। অন্যের মতো করে ভাবতে পারি না। আবার কবিতা নিয়ে এত বেশি গবেষণাও করতে চাই না। এখানে চূড়ান্ত বলতে কিছু নেই। একেকজন একেক মতামত দেবে। অর্থ দাঁড় করাবে। আলাদা আলাদা করে ভাববে। এটাই স্বাভাবিক ভাবে সত্য। কবিতার স্বাদ ততক্ষণ পর্যন্ত নেওয়া উচিত যতক্ষণ তা মনে বিনোদন দেবে। তার ভেতরে আলাদা আলাদা কারিশমা থাকবে। ছন্দ থাকবে। উপমা উৎপ্রেক্ষা থাকবে। সময় থাকবে। আরো অনেক কিছু নিয়েই কবিতা।
‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’ গ্রন্থেও আছে সময়ের কথা, সমাজের কথা, বিরুদ্ধ ও বিপ্লবের কথা, মানুষের কথা, বিভিন্ন বিষয় ও বস্তুর কথা। এই জিনিসগুলো সব কবির কবিতায় সচেতন অবচেতন ভাবে আসে। যেমন হ্যাঙ্গার, মায়ের মুখ, বিরুদ্ধে ও নির্মাণ ভেঙেছি কবিতাগুলোতে সময়ের কথা আছে। এমন কিছু নিয়েই কবিতা নিয়ে ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’ নামক কবিতার বইটি প্রকাশ করছে বিভাস প্রকাশন।
‘তাড়া খাওয়া মাছের জীবন’ কাব্য গ্রন্থটি নিজেকে উৎসর্গ করলেও ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম’ বইটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের পাঁচজন বিশিষ্ট চিত্রশিল্পীকে যাঁরা চিত্রশিল্প জগতের জীবন্ত কিংবদন্তি পঞ্চপাণ্ডব। এঁরা হলেন, মুর্তজা বশীর, মুস্তাফা মনোয়ার, হাশেম খান, রফিকুন নবী ও শাহাবুদ্দিন আহমদ।
কাব্যগ্রন্থ : ‘বিরুদ্ধ প্রচ্ছদের পেখম
লেখক : জব্বার আল নাঈম
প্রচ্ছদ : চারু পিন্টু
প্রকাশক : বিভাস প্রকাশনী (স্টল নং-৩৪১-৩৪২)
মূল্য : ১২০ টাকা,
প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা-২০১৬