পলিয়ার ওয়াহিদের কাব্যগ্রন্থ সিদ্ধ ধানের ওম
‘সিদ্ধ ধানের ওম’ পাঁচটি প্রধান ভাগে ভাগ করে ১১টি কবিতার ৫৬ পেজের বাঁধানো ঘাটের নতুন পানির পুরোনো পুকুর! পাঁচটি ভিন্ন ভিন্ন শিরোনামে কবিতাগুলো উপশিরো নামে বিন্যাস। প্রথম শিরোনাম ‘কাছের মানুষে লেপ্টানো সিঁদুরে মখমল’-এর অন্তর্ভুক্ত হয়েছে ‘মা ও অন্যান্য শীতলপাটি’ এবং ‘নারকেল পাতার চশমা’। এ দুটি কবিতার অল্পসল্প বাঁকে আপনারা জেনে ফেলতে পারবেন বাকি কবিতার সজ্জিত গয়না! পাঠক নাম শুনে নিশ্চয় বুঝতে পারছেন কবিতার ফ্লেভার! এখানে মা, বাবা, ভাই ও বোন সবার স্মৃতিকে কবিতায় ধরার চেষ্টা করা হয়েছে। কবি ছড়াতে চেয়েছে নিজের কথা অন্যের করে! যেন কবির বাবার গল্প সবারই বাবার গল্পে ঢুকে যেতে পারে অনায়াসে! যেন কবির মা মানে অন্য সকলেরই মা! মূলত তাই তো। একই আদম-হাওয়ার গল্প নিয়ে আমাদের হাজার আদম-হাওয়া হওয়ার মতো ব্যাপার! তার পরের কবিতায় কবির গ্রামীণ বর্ণাঢ্য শৈশবকে শহুরে সংকীর্ণ শৈশবের হাতে তুলে দিয়েছি মমতার বন্ধনে। যেমন সাপঘুড়ির লেজ কেটে গেছে শহরে বাতাসে! নারকেল পাতার ঘড়ি-চশমায় দেখা আমাদের সেইসব মধুর স্মৃতিগুলো বর্ণিত হয়েছে এই কবিতায়। ১২১ লাইনের কবিতাজুড়ে ছুটতে থাকে রঙিন মার্বেল, শিয়ালের মুখে সন্ধ্যাবেলায় জ্যান্ত মুরগির করুণ ইতিকথা! যা প্রত্যেক পাঠককে করে তুলবে অতীতচারী! ফিরিয়ে নিয়ে যাবে গ্রামের মোঠোপথের কিনারে ফুটে থাকা ভাটফুলের কোলে!
আর বিশেষ করে যেটা বলতে চাই, এই কবিতাটিতে নতুন একটা কাজ করা হয়েছে কাঠামোগতভাবে। সেটা বলা উচিত বলে মনে করি। কারণ, এমন শরীরী কাঠামোতে এর আগে কেউ কবিতা লিখেছে বলে কোনো দলিল-দস্তাবেজ নেই, তা চোখ বুজে বলা পারে। প্রতিটি লাইনের শেষের শব্দের সঙ্গে পরের লাইনের প্রথম শব্দে অন্ত্যমিল দেখানো হয়েছে। যেটাকে সংক্ষেপে ‘শেষারম্ভ’ ছন্দ নামে নতুন ছন্দের ব্যবহার জারি করব আমি! যা সত্যি অত্যন্ত কঠিন কাজ বলে মনে হয়েছে। এ কাজটি করতে গিয়ে কোথাও কোথাও কবিতার ভাব এবং অর্থের কোনো অমিল হচ্ছে কি না, সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হয়েছে! কবিতাটি পাঠ না করা পর্যন্ত বলা খুব সহজ ব্যাপার নয়। এই আঙ্গিকে সামনে আরো একটা আস্ত কবিতার বই প্রকাশ হবে, আশা করা যায়।
'সিদ্ধ ধানের ওমে প্রত্যেক পাঠক তাঁর নিজস্ব ওম খুঁজে পাবে বলে বিশ্বাস। আর একটা কথা, কবিতায় কবি ভণিতা পছন্দ করে না, তবে আড়াল পছন্দ করে! নিজের প্রেম, স্মৃতি, শৈশব, গ্রাম, শহর এ পর্যন্ত বেড়ে ওটা অভিজ্ঞতাকে সবার করে তোলার জন্য শিল্পমানকে অক্ষুণ্ণ রাখতে সচেতন থাকার চেষ্টা করা হয়েছে।
কাব্যগ্রন্থ : সিদ্ধ ধানের ওম, কবি : পলিয়ার ওয়াহিদ, প্রচ্ছদ : শতাব্দী জাহিদ, প্রকাশক : দোয়েল, স্টল নং-৪৫৮, মূল্য : ১৪০ টাকা, প্রকাশ : একুশে বইমেলা-২০১৬