চলছে শাহবাগে প্রথমা-ঐতিহ্যের বইমেলা
শুরু হয়েছে ১০ দিনব্যাপী প্রথমার আয়োজনে শাহবাগ বইমেলা। সাপ্তাহিক ছুটি ও ১ মের মধ্যেই শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে গণগ্রন্থাগার প্রাঙ্গণে উদ্বোধন হয়েছে এ বইমেলার।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান, প্রথমার পরামর্শক অধ্যাপক মোরশেদ শফিউল হাসান, প্রথমার প্রধান সমন্বয়কারী জাফর আহমেদ রাশেদ।
নানা গ্রন্থের সমাবেশ ঘটেছে শাহবাগ বইমেলায়। স্টলগুলোয় রয়েছে গল্প-উপন্যাস, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণকাহিনী, আত্মজীবনী, সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিকসহ নানা বিষয়ের বই। মেলায় ২৫ থেকে ৩০ শতাংশ মূল্যছাড়ে বই সংগ্রহের সুযোগ পাচ্ছেন পাঠক। এ ছাড়া দেশি পুরোনো বইয়ে ৭০ শতাংশ ছাড় রয়েছে। ভারতীয় নতুন বই এক রুপি (১ টাকা ৮০ পয়সা) আর পুরোনো বই এক রুপি (১ টাকা ৩০ পয়সা) দামে কিনতে পারবেন ক্রেতারা। ১০ দিনব্যাপী এ মেলা চলবে ৯ মে পর্যন্ত।
এ ছাড়া ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে মাসব্যাপী বইয়ের হাট বসেছে গত ১৭ এপ্রিল থেকে। মেলা চলবে ১৬ মে পর্যন্ত। এতে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় রয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা। আর সরকারি ছুটির দিনে চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।