নজরুল জন্মজয়ন্তীতে শত শিশুর কণ্ঠে ‘তোরা সব জয়ধ্বনি কর’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী আজ (২৫ মে)। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনার শাণিতরূপ’ প্রতিপাদ্য নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৪টায় বাংলাদেশ শিশু একাডেমিতে হওয়া অনুষ্ঠানটিতে শত শিশুর কণ্ঠে আবৃত্তি করা হয় অগ্নিবীণা কাব্যগ্রন্থের অমর কবিতা ‘তোরা সব জয়ধ্বনি কর’। একইসঙ্গে পরিবেশিত হয় নজরুলসংগীত ও নৃত্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। স্মারক বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রতন সিদ্দিকী। বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
হাসানুজ্জামান কল্লোল বলেন, “কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থে রচিত হয়েছে ইতিহাসের শ্রেষ্ঠ কিছু কবিতা। বিদ্রোহী কবিতার ‘বল বীর-চির উন্নত শির’ পড়লেই বঙ্গবন্ধুর ‘দাবায়ে রাখতে পারবা না’র কথা মনে পড়ে যায়।”
ড. রতন সিদ্দিকী তার বক্তব্যে কাজী নজরুল ইসলামের জীবন, সংগ্রাম, লেখনী নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলাম ১৯২১ সালের ১ ডিসেম্বরে এক রাতের মধ্যে লিখে ফেললেন অমর কবিতা বিদ্রোহী। ১৯২১ এর ‘চির উন্নত মম শির’ নিয়ে তিনি আজীবন বেঁচেছেন।’
আনজীর লিটন বলেন, “অগ্নিবীণা কাব্যগ্রন্থের শতবর্ষের প্রতিপাদ্য ‘অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধু চেতনার শাণিতরূপ’ অগ্নিবীণায় যে ত্যাগ, দ্রোহ, তেজ ছিল, বঙ্গবন্ধু সেই ত্যাগ, দ্রোহ, তেজ নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।”
লাকী ইনাম কাজী নজরুল ইসলামের শিশুতোষ কবিতা ও নারীদের নিয়ে সাম্য এবং অধিকারের কবিতা আবৃত্তি করে শোনান।