তারকাদের বইয়ে বাড়তি আকর্ষণ
ভাষার মাস এলেই বইয়ের গন্ধে ভরে ওঠে বই পিপাসুদের মন। অমর একুশে বইমেলা তাদের টানতে থাকে। সেখানে পরিচয় হয় পাঠকের সঙ্গে লেখকের, লেখকের সঙ্গে পাঠকের। প্রকাশকরাও এই মাসজুড়ে থাকেন ব্যস্ত। তারপরও আসেন মেলায়। সব মিলিয়ে মিলনমেলায় পরিণত হয় বইমেলা প্রাঙ্গণ। সেই মেলায় বাড়তি উচ্ছ্বাস ছড়ায় তারকাদের বই। যেদিন তারা মাঠে আসেন, সেদিনের কথা তো না বললেই নয়। এই তারকা লেখকদের নিয়ে থাকছে এবারের প্রতিবেদন।
আবুল হায়াত। অভিনয় জগতের এক কিংবদন্তি। বহুমুখী প্রতিভাবান মানুষটি অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও যে কতোটা পক্ত, তা বলার অপেক্ষা রাখে না।এবার আসছে তার নতুন উপন্যাস ‘অপমান’। প্রকাশিত হয়েছে প্রিয় বাংলা প্রকাশন থেকে।
এর আগেও এই কীর্তিমাণ লিখেছেন গল্প, নাটক, প্রবন্ধ। প্রকাশনা প্রতিষ্ঠান অন্যন্যা নিয়ে এসেছিল ‘জীবন খাতার ফুটনোট। সমকালীন উপন্যাস ‘পলাতক’ প্রকাশ করেছিল ছায়াবিথি। ঢাকার ইতিহাস নিয়ে ‘ঢাকা মি’ প্রকাশ করেছিল অনন্যা।
ফারজানা ছবি টিভি পর্দার অভিনেত্রী। এবারই প্রথম লেখক হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ তার। নিজের নামের সঙ্গেও যেন মিলে আছে তার লেখা উপন্যাসের নাম ‘জলছবি’। মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত বই নিয়ে ফারজানা ছবি জানান, প্রথম উপন্যাস। তাই ভালোলাগাটাও অন্যরকম।
পাঠকরা ভালোভাবে গ্রহণ করলেই তার পরিশ্রম সার্থক উল্লেখ করে ছবি বলেন, নতুন বই নিয়ে পাঠকের সঙ্গে দেখা হবে, কথা হবে।
বইমেলা থেকে জানা গেছে, এবার শব্দশিল্প প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের উপন্যাস ‘পূর্ণতা’। যদিও এটি আগেই প্রকাশিত। এবার বের হচ্ছে নতুন প্রচ্ছদে নতুন মুদ্রণে।
ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুলও পিছিয়ে নেই লেখালেখিতে। আসছে তার উপন্যাস ‘কালো গোলাপ বৃত্তান্ত’। অনন্যা প্রকাশনী থেকে আসা উপন্যাসটি পাঠক-পাঠিকাদের মনে স্থান করে নেবে বলে বিশ্বস প্রকাশক।
এ ছাড়া জানা গেছে, এবারের বইমেলায় নাট্য ও চলচ্চিত্র পরিচালক অরণ্য আনোয়ারে একটি বই থাকছে। উপন্যাসগ্রন্থের নাম ‘ছায়াবন্দি মায়া’। উপস্থাপিকা অধরা জাহানের উপন্যাস ‘মুহূর্তরা জানে’, সাংবাদিক তানভীর তারেকের গল্পের বই ‘শেষ ভ্রমণের আগে’, ব্যান্ড ‘অ্যাশেজ’র প্রতিষ্ঠাতা ও দলনেতা জুনায়েদ ইভানের আত্মজীবনী ‘আমার গান ও কিছু কথা’, নির্মাতা নূরুল আলম আতিকের কবিতার বই ‘মানুষের বাগান’।
আরেক লাক্স তারকা শানারেই দেবী শানু আজ শুক্রবার গিয়েছিলেন অমর একুশে বইমেলায়। এ ছবি শেয়ার করে শানু লিখেছেন, ‘আমার এবারের বইমেলার চতুর্দশপদী কাব্যগ্রন্থ—অলৌকিক শব্দের ঘ্রাণ।’