এবারের বইমেলায় আসছে আবুল হায়াতের ‘অপমান’
একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি নিয়মিত লেখালেখি করেন। এবারের অমর একুশে বইমেলায় নতুন বই ‘অপমান’ উপহার দিচ্ছেন তিনি। প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশ পাবে বইটি।
বেশ কয়েক বছর ধরে বইমেলায় নিয়মিত বই প্রকাশিত হয়ে আসছে এই অভিনয়শিল্পীর। এরই ধারাবাহিকতায় এবারও আসছে নতুন বই ‘অপমান’। গত বছরের বইমেলায় আবুল হায়াতের লেখা একটি বই প্রকাশিত হয়েছিল। বইয়ের নাম ছিল ‘আষাঢ়ে’।
২০২১ সালে বইমেলায় আবুল হায়াতের লেখা ২টি বই প্রকাশিত হয়েছিল। একটি বইয়ের নাম ছিল 'স্বপ্নের বৃষ্টি'। অপরটির নাম 'দুটি মঞ্চনাটক'। আবুল হায়াতের প্রথম বই ‘আপ্লুত মরু’ প্রতাশিত হয় ১৯৯১ সালে। তারপর থেকে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছেন তিনি। গল্প-উপন্যাসের বাইরে আত্মজীবনীও লিখছেন তিনি।
তার লেখা উল্লেখযোগ্য কয়েকটি বই হচ্ছে—শোধ, জীবন খাতার ফুটনোট, মিতুর গল্প, এসো নীপবনে, ঢাকামি, জিম্মি, নাটকের বই প্রিয় অপ্রিয় ইত্যাদি।
সরকারি অনুদানের ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করছেন এই গুণী অভিনেতা। এটি পরিচালনা করছেন অরুণা বিশ্বাস।