‘লেট দ্য লাইট ইন’ গানে বাংলাদেশ-নরওয়ের সাংস্কৃতিক বিনিময়
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ এবং নরওয়ের বিশিষ্ট গায়ক ও জলবায়ু কর্মী মার্তে উলফ সম্প্রতি তাদের নতুন গান ‘লেট দ্য লাইট ইন’ নিয়ে হাজির হয়েছেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ‘লেট দ্য লাইট ইন’ নিয়ে চিরকুটের এক লাইভ পারফরম্যান্সে নরওয়ে-বাংলাদেশের এ সাংস্কৃতিক বিনিময় উদযাপন করেন ঢাকার নরওয়েজিয়ান দূতাবাস।
বাংলাদেশি ব্যান্ড চিরকুটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্টদূত এসপেন রিক্টার-স্ভেনসন, কূটনীতিক, থিঙ্ক-ট্যাঙ্ক, ব্যবসায়ী সম্প্রদায় এবং উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিরা উদযাপনে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চিরকুট ও নরওয়ের রয়েছে দীর্ঘদিনের মিউজিক্যাল পার্টনারশিপ, সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বের ইতিহাস। ২০১১ সালে রিক্সকনসার্টিন (ন্যাশনাল ট্রাভেলিং কনসার্ট) এবং লাইভ স্কয়ার কনসার্ট বাংলাদেশ-এর মাধ্যমে নরওয়ের সঙ্গে চিরকুটের সম্পর্ক শুরু হয়। নরওয়েজিয়ান দূতাবাস এই সম্পর্কের মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এর আগে, গেল বছর চিরকুটের প্রতিষ্ঠাতা এবং প্রধান গায়িকা শারমিন সুলতানা সুমি নরওয়ের অ্যাগডার ইউনিভার্সিটিতে একটি আন্তর্জাতিক সংগীত সম্মেলনে মূল বক্তা হিসেবে যোগ দেন। সে সময় এই গান লেখা, সুরারোপ ও রেকর্ডিং শুরু হয়। নরওয়েতে সুমি তার ২১ বছরের সংগীত যাত্রার পাশাপাশি বিনোদন জগতে একজন নারী হিসেবে অভিজ্ঞতা তুলে ধরেছেন।
চিরকুট বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি বড় সঙ্গীত উৎসব ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো বিখ্যাত স্থানে কনসার্টের আয়োজন করেছে।
সুমি আর মার্তের নতুন গান ‘লেট দ্য লাইট ইন’ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকি এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই সৃষ্টি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।