নির্জনের উপন্যাস জীবনবিলাস এখন বইমেলায়
ফরিদুল ইসলাম নির্জন। এই উপন্যাসিকের ‘জীবনবিলাস’ এখন অমর একুশে বইমেলায়। মানুষের হৃদয়ের ভেতর থেকে ভেতরকে জাগিয়ে তোলার অভিপ্রায়ে লেখা উপন্যাসটি প্রথম পাঁচ দিনেই মন কেড়েছে পাঠক-পাঠিকাদের। জীবনঘনিষ্ঠ হওয়ায় কাহিনী তাদের নিজেদেরই বলে মনে হবে–মনে করেন লেখক।
ফরিদুল ইসলাম নির্জন উপন্যাস প্রসঙ্গে এনটিভি অনলাইনকে জানান, জীবনপাঠে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় পিতৃ-মাতৃহীন সন্তান হয়ে জন্ম নেওয়া। উপন্যাসের তেমনি এক চরিত্র রিমি। যার বেদনাদায়ক অধ্যায়কে সুখকর করে তোলে দাদি, ফুফু ও অন্য স্বজনেরা। মা-বাবার স্নেহের ছায়ার পরশ হয়ে আগলে রাখেন দাদি। নানাদিকে মোড় নেয় রিমির কাহিনি।
ফরিদুল ইসলাম নির্জনের জন্ম ১০ অক্টোবর সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়াতে। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করেন। বর্তমানে আইসিএমএবিতে সিএমএ কোর্সে অধ্যয়নরত। লেখালেখির হাতেখড়ি কবিতা হলেও বর্তমানে কথাসাহিত্য নিয়েই এগিয়ে চলেছেন।
তার অন্যান্য বইয়ের মধ্যে আছে শিশু-কিশোর গল্পগন্থ ‘স্কুল মাঠে ভূতের মেলা’, রম্য গল্পের বই ‘প্রেমের নাম হাসপাতাল’ ও উপন্যাস ‘আজো খুঁজি তারে’, ‘আশ্রয়’ ও ‘আপনজন’।
জীবনবিলাস উপন্যাসটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এর প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি। গায়ের মূল্য ২৫০ টাকা, যা বইমেলায় পাওয়া যাচ্ছে ২৫ শতাংশ ছাড়ে।