অমর একুশে বইমেলায় পাঁচ প্রতিষ্ঠানকে শোকজ
চলছে ভাষার মাস। ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলা পার করল ষষ্ঠ দিন। গত পাঁচ দিন ভালো চললেও আজ এমন একটি ঘটনা ঘটল, যা নিয়ে চলছে রীতিমত আলোচনা-সমালোচনা। সৃজনশীল কাজেও গ্রন্থমেলার নীতিমালা লঙ্ঘন করায় দেখা দিয়েছে এই প্রশ্ন। সেই প্রশ্নটি পাঁচটি প্রতিষ্ঠানকে ঘিরে। এরইমধ্যে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।
এক বিবৃতির মাধ্যমে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রতিষ্ঠানকে শোকজ করা হয়। আগামী তিন দিনের মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে।
কারণ দর্শানের নোটিশ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাতিঘর প্রকাশনীর নাম। এতে অনেকে বাংলাদেশে বইয়ের সাম্রাজ্য ‘বাতিঘর’কে মনে করে হয়েছেন বিভ্রান্ত। এ বিষয়ে বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ এক প্রশ্নের জবাবে এনটিভি অনলাইনকে বলেন, আমাদের প্রতিষ্ঠানের নাম শুধুই বাতিঘর। বাতিঘর প্রকাশনী না। ঐতিহ্য বজায় রেখে সেই চট্টগ্রাম থেকে শুরু হয়েছিল আমাদের কাজ। আমরা ঐতিহ্য ধরে রেখেছি। শোকজের বিষয়টি আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক না।’
জানা গেছে, একই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার (আইএসবিএন), গাইড বই, কপিরাইট আইনের ব্যত্যয় ঘটায় অমর একুশে গ্রন্থমেলার পরিচালনা কমিটি এই নোটিশ দিয়েছে। বাতিঘর প্রকাশনী (৪৫৫-৪৫৬) ছাড়া অভিযুক্ত অন্য প্রতিষ্ঠানগুলো হলো—গাজী প্রকাশন (স্টল ৩৭৪-৩৭৫), বঙ্গজ প্রকাশন, (স্টল ৪০৭), কুঁড়েঘর প্রকাশনী (স্টল ৪০৩-৪০৪), তৃপ্তি প্রকাশ কুঠির (স্টল ৩৭৬-৩৭৭)।