বইমেলায় পলিয়ার ওয়াহিদের ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’
কবি পলিয়ার ওয়াহিদের নতুন কবিতার বই ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’ এখন অমর একুশে বইমেলায়। ‘সংস্কৃতি ও বিশ্বাসের দ্বন্দ্বের লড়াই’য়ের প্রাসঙ্গিকতা উঠে এসেছে বইটির কবিতায়। ‘ঘাসফুল’ প্রকাশিত চার ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন।
কবি পলিয়ার ওয়াহিদ এনটিভি অনলাইনকে বলেন, “সভ্যতার শিরা-উপশিরা, ভাষার ডিজাইন ও কৃষি উপমায় আধুনিক মননের সরল কিন্তু গভীর ডায়ালগে সুমিষ্ট পরিবেশন রয়েছে বইটির কবিতায়। পাঠক ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’ সংগ্রহ করলে বিস্মিত হবে, চমকে যাবে। ‘গম’ ভাগাভাগি হোক।”
পলিয়ার ওয়াহিদের প্রকাশিত কাব্যগ্রন্থ এ পর্যন্ত পাঁচটি। এর আগের চারটি কাব্যগ্রন্থ হলো–পৃথিবী পাপের পালকি (২০১৫), সিদ্ধ ধানের ওম (২০১৬), সময়গুলো ঘুমন্ত সিংহের (২০১৮), দোআঁশ মাটির কোকিল (২০২০)। এ ছাড়া ভারতের ব্ল্যাকহোল থেকে তার ইংরেজি অনুবাদের কবিতার বই ‘সঙ অব সয়েল’ প্রকাশিত হয় ২০২২ সালে।
কবি ‘দোআঁশ মাটির কোকিল’র জন্য পশ্চিমবঙ্গের কলকাতা থেকে পেয়েছেন ‘কৃত্তিবাস, তারাপদ রায় সম্মাননা’ পুরস্কার।
বইমেলার ১৪৭-১৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে ‘আলিফ লাম মীম ও মহুয়ার মরমী গম’। গায়ের মূল্য ১৪০ টাকা। ২৫ শতাংশ ছাড়ে বিক্রি করছে ঘাসফুল।