নেত্রকোনায় সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা
নেত্রকোনায় সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় সাধারণ গ্রন্থাগার মাঠে প্রধান অতিথি হিসেবে এ মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে জেলা সাধারণ গ্রন্থাগার এই মেলার আয়োজন করেছে।
সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা উপলক্ষে বকুলতলায় অস্থায়ী মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাছ আহমেদ, সাবেক সংসদ সদস্য হাবীবা রহমান শেফালী, জেলা সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, জেলা সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র, সদস্য উৎপল ভট্টাচার্য প্রমুখ।
মেলার প্রথম দিনে প্রত্যাশ সাহিত্য গোষ্ঠীসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে কালজয়ী ভাষার গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী দিনে আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের মেলায় জাতীয় ও স্থানীয় পর্যায়ের ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এ ছাড়া মেলায় স্থানীয় বেশ কিছু বই বিক্রেতা প্রতিষ্ঠানেরও স্টল রয়েছে। প্রতিদিন এ মেলা হবে স্থানীয় লেখক, গবেষক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলা। এ ছাড়া স্থানীয় লেখকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।
মেলায় সাত দিন ধরে একুশে পরিষদের আয়োজনে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও ভাষার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মেলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলার স্থানীয় সংগীত একাডেমি ও নৃত্য একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।