বইমেলায় সাইফুল ইসলাম চৌধুরীর তিন বই
অমর একুশে বইমেলায় এলো সাইফুল ইসলাম চৌধুরীর তিনটি বই। ‘একটি বিকেল ও অর্কিড’, ‘অনু কবিতার সম্ভার’ ও ‘নগরে চাঁদ ও অন্যান্য’ নামে মলাটবদ্ধ তার লেখা এরইমধ্যে পৌঁছেছে পাঠক-পাঠিকাদের হাতে। এতে আনন্দিত তিনি।
কবিতার বই ‘অনু কবিতার সম্ভার’ প্রকাশ করেছে আলোঘর প্রকাশনা। বইমেলায় তাদের স্টল নম্বর ১৯৬, ১৯৭, ১৯৮।
‘একটি বিকেল ও অর্কিড’ এনেছে রৌদ্রছায়া প্রকাশ। বইমেলার ৫৫৫ নম্বর স্টলে গেলেই মিলবে বইটি। আর সাউন্ডবাংলা থেকে প্রকাশিত হয়েছে ‘নগরে চাঁদ ও অন্যান্য’।
সাইফুল ইসলাম চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি এনবিএল ও সাউথইস্ট ব্যাংকের সাবেক কর্মকর্তা। তার লেখা আরও বইয়ের মধ্যে আছে বিশ্ব সেরা রাষ্ট্রনায়ক, নানান রূপে তুমি, চাঁদ উপাখ্যান, স্মৃতি সে তো স্পর্শকাতর ইত্যাদি।