সেন্টমার্টিন নিয়ে ওবায়েদুল্লাহ মামুনের আলোকচিত্র প্রদর্শনী শুরু শনিবার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী আলোকচিত্রী ড. ওবায়েদুল্লাহ মামুনের ২০তম একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে শনিবার (২ মার্চ)। ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী, যার শিরোনাম দেওয়া হয়েছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। উৎসর্গ করা হয়েছে চিত্রশিল্পী ও চলচ্চিত্রকার খালিদ মাহমুদ মিঠুর স্মৃতির উদ্দেশে, যিনি ২০১৬ সালের ৭ মার্চ ধানমণ্ডিতে সড়ক দুর্ঘটনায় মারা যান।
রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শনিবার বিকেল ৫টায় প্রদর্শনীটির উদ্বোধন হবে। ওবায়েদুল্লাহ মামুন জানান, বাংলাদেশের মতো ফ্রান্স আর নেদারল্যান্ডসেরও সেন্টমার্টিন আইল্যান্ড আছে। তাদের আইল্যান্ডগুলোর অবস্থান ক্যারিবীয় দ্বীপে। এই তিন সেন্টমার্টিনের আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পাবে।
টুইন টাওয়ার ধ্বংসের সময়কার দুর্লভ ছবি ধারণ করা ওবায়েদুল্লাহ মামুন একজন লেখক ও গবেষকও। তার একাধিক গ্রন্থ রয়েছে। ‘তিতাস ছবি’ ও ‘কবিতায়’ নামে তার বই আছে। দেশ-বিদেশে তার একাধিক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।