অক্টোবর-নভেম্বরে কর্ণফুলি টানেল উদ্বোধন : সেতুমন্ত্রী
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে দুইভাগে চট্টগ্রামের কর্ণফুলি নদীতে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসআরএফ-এর সাধারণ সম্পাদক মাসউদুল হক।
সেতুমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে কর্ণফুলি নদীতে বঙ্গবন্ধু টানেলের একটি টিউব অক্টোবরে এবং আরেকটি নভেম্বরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। অপরদিকে কালনা সেতু নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে। অক্টোবরের যে কোনো সময়, প্রধানমন্ত্রী যখন সময় দেবেন, এটি উদ্বোধন করা হবে।
মধুমতি নদীর ওপর সেতু নির্মাণ কাজ এ মাসেই শেষ হবে, অক্টোবরের যে কোন সময় কালনা, মধুমতি সেতু উদ্বোধন করা হবে।
মন্ত্রী আরও জানান, মেট্রোরেলের আগারগাঁও পর্যন্ত ৯৪ ভাগ কাজ হয়েছে। মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন ডিসেম্বরে। আর মতিঝিল পর্যন্ত হবে আগামী বছরের ডিসেম্বরের আগেই। এলিভেটেড এক্সপ্রেসের কাজ ৫২ ভাগ কাজ শেষ হয়েছে, শুরুটা টানাপোড়েন দিয়ে শুরু হলেও এখন কাজ চলছে।
রোড সেফটির বিষয়ে মন্ত্রী বলেন, রোড সেফটির বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হচ্ছে। এক্ষেত্রে একটি আশানুরূপ অগ্রগতি হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।