অক্সিজেনের অষ্টম চালান দিয়ে গেল ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেন
রেলপথে ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেনের অষ্টম চালান সিরাজগঞ্জে পৌঁছে দিয়ে গেল ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেন।
আজ রোববার সকাল ৭টায় ইন্দো-বাংলা এক্সপ্রেস নামের বিশেষ ট্রেনটি তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলস্টেশনে এসে পৌঁছায়। এর কিছুক্ষণ পর থেকে অক্সিজেন খালাসের কাজ শুরু হয়। অক্সিজেন খালাস শেষে আজ বিকেলে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি ভারতের উদ্দেশে ছেড়ে গেছে।
মহামারি করোনাভাইরাসের কারণে দেশে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে এসছে এক হাজার ৫৮৩ মেট্রিক টন তরল অক্সিজেন।
এর আগে ২৫, ২৮ ও ৩১ জুলাই; ২, ৮, ১১ ও ১৪ আগস্ট একটি করে চলান আসে। আজ ১৫ আগস্ট অষ্টম চালান পর্যন্ত মোট এক হাজার ৫৮৩ মেট্রিক টন তরল অক্সিজেন রেলপথে ভারত থেকে সিরাজগঞ্জে এসে পৌঁছায়।
অক্সিজেন আমদানিকারক ঠিকাদারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওয়াহাব জানান, প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ভারত থেকে তরল অক্সিজেন আমদানি করে রেলপথে দেশে আনা হবে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন এলাকায় খালাস করে সড়ক পথে তা নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত লিনডে বাংলাদেশ কোম্পানির সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পরে চাহিদা অনুযায়ী তা পৌঁছে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। আজ রাতের মধ্যে নবম চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছানোর কথা রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারত থেকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেন আজ সকাল ৭টায় স্টেশনে এসে পৌঁছানোর পর থেকে অক্সিজেন খালাসের কাজ শুরু হয়। খালাস শেষে ট্রেনটি আজ বিকেলেই ভারতে ফেরত গেছে।