অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠনের দাবি শেখ পরশের
সাম্প্রতি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। আজ শনিবার (১৫ এপ্রিল) রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘সাম্প্রতি বিভিন্ন জায়গা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এত ঘনঘন অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্রের হাত আছে কি না, তা খতিয়ে দেখার জন্য সরকারকে অনুরোধ করছি। কারণ এত ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা হতে পারে না। বিএনপি-জামাত অগ্নিকাণ্ডে পারদর্শী, তাদের এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে।’
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চলনায় অনুষ্ঠানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ এবং উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বক্তব্য রাখেন।
পরশ বলেন, ‘বিএনপি-জামাত সরকার এদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল পাঁচবার, আর আমাদের সরকার দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করেছে। আজকে একটা মেসেজ ক্লিয়ার—দুর্নীতিবাজ যেই হোক, কারোই রক্ষা নেই।’