‘অগ্রাধিকার ভিত্তিতে চীনের টিকা পাবেন মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন থেকে কোভিডের টিকা দেশে আসার পর মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাকরণ করা হবে।
সচিবালয়ে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীনের টিকা আসবে মোট দেড় কোটি। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে তিন মাসে আসবে এই টিকা। এই টিকা প্রথমেই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীসহ সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’
এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী জানান, রাশিয়ার টিকার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই তা রাশিয়ায় পাঠানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আজ ফাইজারের যে টিকা আসবে, তা যাদের রেজিষ্ট্রেশন আছে, তাদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে।