অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ হস্তান্তরে স্বজন খুঁজছে পুলিশ
রাজধানীর মুগদা থানা এলাকা থেকে উদ্ধার অজ্ঞাতনামা এক অসুস্থ বৃদ্ধাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে পুলিশ। ১৮ এপ্রিল থেকে চিকিৎসাধীন সেই বৃদ্ধা গত ২৭ এপ্রিল মারা গেছেন। এরপর থেকে ওই বৃদ্ধার মরদেহ রয়েছে ঢামেকের হিমাগারে। মরদেহটি হস্তান্তর করতে স্বজনদের খুঁজছে পুলিশ। যোগাযোগের জন্য সরবরাহ করা হয়েছে কয়েকটি মুঠোফোন নম্বরও।
জানা গেছে, অজ্ঞাতনামা অসুস্থ বৃদ্ধার মৃত্যুর পর সাত দিন ঢামেকের হিমাগারে রাখার আবেদন করেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন। এর আগে প্রকৃত স্বজনের কাছে মরদেহটি হস্তান্তর করতে সংগ্রহে রাখা হয় ডিএনএ ও ফিঙ্গার প্রিন্ট।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, ১৮ এপ্রিল ভোরে মুগদা থানার মানিকনগর বিশ্বরোড এলাকার মিয়াজান গলির সামনে অজ্ঞাতনামা এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন কর্তব্যরত থানা পুলিশ। পরে তাঁকে ঢামেকে ভর্তি করানো হয়। ২৭ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনায় মুগদা থানায় ২৭ এপ্রিল একটি অপমৃত্যু মামলা করা হয়।
এসআই জয়নাল আবেদীন এ প্রতিবেদককে জানান, তিনি কয়েকদিন ধরে মরদেহটির স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছেন। রাজধানীর অধিকাংশ থানায় বৃদ্ধার ছবি পাঠানো হয়েছে। বৃদ্ধার বয়স ৬০ বছর।
জয়নাল আবেদীন বলেন, ‘হিমঘরে রাখার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু, এখনো তাঁর স্বজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ দাবি করেন, লাশটি তাঁদের পরিচিতজনের; তাহলে আমরা ডিএনএ পরীক্ষা করে লাশটি হস্তান্তর করব।’
এ খবরের সঙ্গে প্রদর্শিত ছবি দেখে কেউ মৃত বৃদ্ধাকে শনাক্ত করতে পারলে মুগদা থানায় যোগাযোগ করতে অনুরোধ করছে পুলিশ। একই সঙ্গে মুঠোফোন নম্বরও সরবারহ করা হয়েছে। অপমৃত্যু মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীনের মুঠোফোন নম্বর ০১৭১৯-৫৬০২৫০। এ ছাড়া ০১৩২০-০৪০২৭৯ কিংবা ০১৩২০-০৪০২৭২ নম্বরেও যোগাযোগ করা যাবে বলে জানানো হয়েছে।