অধিকারহীন পরিবেশে পহেলা বৈশাখ পালন করতে হচ্ছে : মির্জা ফখরুল
গণতন্ত্র ও অধিকারহীন পরিবেশের মধ্যে জাতিকে পহেলা বৈশাখ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলা নববর্ষ উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান দুঃসময় ও নৈরাজ্যের অভিঘাত সত্ত্বেও শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে। বিচ্ছেদ ও বিভাজন দূর করে পহেলা বৈশাখকে পারস্পরিক শুভেচ্ছায় বরণ করে নিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বল আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়া।
মির্জা ফখরুল বলেন, প্রতিটি উৎসবের অন্তঃস্থলে থাকে কোমলতা, শ্রদ্ধা, সংকীর্ণহীনতা ও হীনমন্যতা থেকে মুক্তির মন্ত্র। ১৪২৯ বাংলা সনের প্রথম দিনের নতুন আলোতে দেশের সকল মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি। বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত, শান্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করছি।