অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সরকারের পদক্ষেপ প্রচার করা হয় না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার পর সনাতন ধর্মের মানুষ নিরাপদে নেই বলে বিদেশিদের কাছে প্রচার করা হয়, কিন্তু এরপর সরকারের নেওয়া পদক্ষেপ প্রচার করা হয় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বিকেলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও চট্টগ্রামের জেএম সেন হলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলব, আপনারা এ দেশের মানুষ। নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক। তাই সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেইভাবে আপনাদেরকে দেখতে চাই।’
শেখ হাসিনা বলেন, ‘করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সব জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের যে জিনিসগুলো আমদানি করতে হয়, সেগুলোর দামও বেড়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরে কিছু জিনিসের দাম বেড়ে গেছে। কেউ কেউ আবার অধিক মুনাফার জন্য কিছু অতিরঞ্জিত করছে। কাজেই সেখানে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করেছি এবং খোঁজখবর নিচ্ছি।’