অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্যের প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ
অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য, গুম-খুনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ এবি পার্টির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. ওহাব মিনার বলেন, ‘দুর্নীতি আর দুঃশাসনে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেশের মানুষের যখন একবেলা খাবার পেতে সমস্যা, তখন মন্ত্রীরা বলছেন দেশ বেহেশতখানা।’
সংগঠনটির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছে না। অথচ মানুষ যখন প্রতিবাদ করছে, তখন গুলি করে তাদের হত্যা করা হচ্ছে।
বিক্ষোভ সমাবেশে মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। উপস্থিত ছিলেন যুবপার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, শফিউল বাসার, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নুর, আব্দুল হালিম নান্নুসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। মিছিলটি তোপখানা রোড, পল্টন, বিজয়নগর হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।