অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে চেয়ারম্যান-চিকিৎসকসহ আহত ১০
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ১৪টি গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের কর্তৃত্ব নিয়ে সংঘর্ষে ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান, চিকিৎসকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
উপজেলার রাহুথড় দ্বীননাথ সেবা আশ্রমে গতকাল শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রাতে চার জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, আহত ব্যক্তিদের মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন, মুকসুদপুর উপজেলার উজানী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শ্যামল কান্তি বোস (৫৭), গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তপন মজুমদার (৬২), কাশিয়ানী উপজেলার রাহুথড় গ্রামের মনীন্দ্রনাথ বালা (৫০), অজয় মজুমদার (৩০), বাসুদেবপুর গ্রামের মিল্টন বিশ্বাস (৩৪) ও অজিতেষ বিশ্বাস (৩৫)। তাঁদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শনিবার রাহুথড় দ্বীননাথ সেবা আশ্রমের বাৎসরিক নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য আশ্রম প্রাঙ্গণে প্রস্তুতি সভার আহ্বান করা হয়। এতে কাশিয়ানী উপজেলার হাতিয়ারা, রাজপাট এবং মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের মোট ১৪টি গ্রামের জনপ্রতিনিধিসহ তিন শতাধিক মানুষ উপস্থিত হন। সেখানে নামযজ্ঞের কর্তৃত্ব নিয়ে রাহুথড় উদয়ন বিদ্যাপীঠের বরখাস্তকৃত অধ্যক্ষ সরোজ কান্তি বাইন ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. তপন মজুমদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের লোকজন হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় লাঠিসোটা ও চেয়ার নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করা হয়েছে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে এখনও কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পাওযার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।