‘অন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব’
বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজকে এই সমাবেশে আপনারা প্রমাণ করেছেন, তিনদিন এই মাঠ দখলে নিয়ে আপনারা (বিএনপির নেতাকর্মী) এই সরকারের প্রতি অনাস্থা দিয়েছেন। আপনারা সরকারকে জানিয়ে দিয়েছেন সিলেটের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। তাই আমরা এই অন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে ছাড়ব।
সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে আজ শনিবার দুপুরে বিএনপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
শনিবার বেলা ১১টায় সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ শুরু হয়। বিএনপি চেয়ারপারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ বেশ কয়েকটি ইস্যুতে সিলেট বিভাগীয় বিএনপির এ গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিশেষ অতিথি বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান এবং বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বিএনপির এ গণসমাবেশে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেবেন বিএনপি চেয়াপরপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মৌলভীবাজার সভাপতি এম নাসের রহমান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয়সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক।
এছাড়া যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
সকাল থেকে সিলেট মহানগরসহ আশপাশের জেলার নেতারা বক্তব্য দিচ্ছেন। গণসমাবেশ সঞ্চালনা করছেন সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী।