অন্যায়ের বিরুদ্ধে যুবলীগ রুখে দাঁড়াবে : নিখিল
যারা মানুষের ওপর জুলুম-অত্যাচার-অন্যায় করবে, যুবলীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল।
আজ রোববার রাজধানীর উত্তর মুগদায় মদিনাবাগে যুবলীগ শাখার উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে নিখিল এ কথা বলেন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি।
যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবকিছু হারিয়ে বাংলার দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন, দেশের উন্নয়নের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর জন্য দোয়া করবেন। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অথচ এই বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে জামায়াত-বিএনপির অনেক প্রভাবশালী নেতারা রয়েছে। আপনারা কেউ কি বলতে পারবেন জামায়াত-বিএনপির নেতারা এই করোনার মহামারিতে আপনাদের পাশে, একজন অসহায় মানুষের পাশে এক টুকরো খাবার নিয়ে দাঁড়িয়েছে? কেউ বলতে পারবেন না। তাঁরা দাঁড়ান নাই। তাঁরা দেশকে ভালোবাসেন না, দেশের মানুষকে ভালোবাসেন না। তাঁরা জানেন, শুধু দেশকে নিয়ে ষড়যন্ত্র করতে, দেশকে ধ্বংস করতে। জনগণের সমর্থন আর সহযোগিতা নিয়েই জামায়াত-বিএনপির ষড়যন্ত্র মোকাবিলা করব।’
এ সময় আরও বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, তাজ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মো. শামছুল আলম অনিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, উপদপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল প্রমুখ।