অপরাধ আড়াল করতে ওয়াশিংটনে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে : রিজভী
ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর অপরাধকে আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অবান্তর, অমূলক কথা বলেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পর্দা কেনা, খিচুড়ি রান্না শেখা, পুকুর কাটার কথা বলে রাষ্ট্রীয় তহবিল নয়-ছয় আড়াল করতে এখন এসব কথা বলা হচ্ছে।
আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা বলেছেন, বিএনপি আমলের দুর্নীতি সবাইকে জানতে হবে। অথচ, প্রতি বছর লক্ষ কোটি টাকা পাচার, একটা দরজা জানালার পর্দার দাম ২২ লাখ টাকা, খিচুড়ি রান্না শেখার জন্য, পুকুর কাটার জন্য সব সরকারি কর্মকর্তারা বিদেশে যাচ্ছেন জনগণের টাকায়। অথচ, হাজার হাজার বছর ধরে এদেশের মানুষ নিজের অভিজ্ঞতা এবং নিজেদের জ্ঞান দিয়েই তারা এসব কাজ শিখে এসেছে।’
রিজভী বলেন, ‘এই যে রাষ্ট্রীয় তহবিল, এটাকে নিয়ে যে নয়-ছয় এবং এর মাধ্যমে সরকারের যে মহাদুর্নীতির মুখোশ বেরিয়ে এসেছে, সেটাকে আড়ালের চেষ্টা করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর এই বক্তব্যের মাধ্যমে কী দাঁড়াল, এক অন্যায় আরেক অন্যায়কে জাস্টিফাই করে, এটাই তো তাঁর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই অবৈধ সত্তার কারণে আজ আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের মানুষ প্রত্যেকটি জায়গা থেকে তাদের প্রতি যে ধিক্কার নেমে এসেছে, এটাকে আড়ালের জন্য তারা নানা ধরনের কথা, নানা ধরনের মায়াজাল তৈরির চেষ্টা করছে। সরকারের নৃশংসতার জন্য আন্তর্জাতিকভাবে যে নিষেধাজ্ঞা এসেছে, সেটিকে আড়াল করার জন্য প্রধানমন্ত্রী ওয়াসিংটনের মতবিনিময় সভায় বলেছেন, বিএনপি আমলের দুর্নীতি আর নৃশংসতা সবাইকে জানতে হবে।’