অপহরণ নাটকে শ্বশুরের কাছে মুক্তিপণ দাবি, জামাতা গ্রেপ্তার
নিজের অপহরণ নাটক সাজিয়েছে শ্বশুরের কাছে মুক্তিপণ দাবি করায় রাজশাহীতে মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা-গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
আজ বুধবার দুপুরে রাজশাহী মহানগর ডিবি পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপপুলিশ কমিশনার আরেফিন জুয়েল। তিনি জানান, নগরীর কাশিয়াডাঙা থানা এলাকার মিজানুর রহমান নামের এক যুবক গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের করা এমন একটি জিডির পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ তার মোবাইল ফোন ট্র্যাক করার মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে। বেশ কয়েকদিন ধরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে রয়েছে বলে জানতে পারে। এ সময় মিজান তার পরিবারকে ফোন করে জানায় ২০ লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে।
গ্রেপ্তারের পর মিজান পুলিশকে জানায়, ২০১৪ সাল থেকে অনলাইনে ফরেন এক্সচেঞ্জ ব্যবসায় এ পর্যন্ত তিনি বহু টাকা হারিয়েছেন। সেই সুবাদে বন্ধু-বান্ধব ও স্বজনদের কাছ থেকে মোট ৩১ লাখ টাকা দেনা হয়। তার পরিকল্পনা ছিল এই নাটকের মধ্য দিয়ে তিনি আরও ২০ লাখ টাকা এই অনলাইন ব্যবসায় লগ্নি করবে। এরপর সব দেনা পরিশোধ করবে।
মিথ্যে তথ্য দিয়ে অপহরণ নাটক করা এবং পরিবারকে হয়রারি করার অভিযোগ এনে পুলিশ এখন তাকে প্রতারণার মামলায় আসামি করেছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার আরেফিন জুয়েল জানান, মূলত লোভে পড়েই মিজানুর রহমান এমন পথ বেছে নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী এবং গোদাগাড়ী উপজেলার একটি মসজিদে জুমার নামাজে ইমামতি করতেন।